আন্তর্জাতিক ডেস্ক : ২০১৭ সালে এরই মধ্যে চারটি ক্যাটাগরীতে নোবেল পুরস্কার ঘোষণা করা হয়েছে। পদার্থ বিজ্ঞান, রসায়ন, সাহিত্য এবং শান্তিতে নোবেল বিজয়ীদের নাম ইতোমধ্যে জেনে গেছে সারাবিশ্ব। এখনও বাকি রয়েছে অর্থনীতি এবং চিকিৎসা বিজ্ঞানে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা।

১৮৮৬ সালে সুয়েডিশ বিজ্ঞানী আলফ্রেড নোবেলের মৃত্যুর পর ১৯০১ সাল থেকে নোবেল পুরস্কার দেয়া হয়। মৃত্যুর আগে একটি উইল করে রেখে গিয়েছিলেন আলফ্রেড নোবেল। তার করা উইল মোতাবেক নোবেল পুরস্কার চালু করা হয়।

বর্তমানে ছয়টি ক্যাটাগরীতে নোবেল দিয়ে আসা হচ্ছে। শুধুমাত্র শান্তিতে নোবেল পুরস্কার প্রদান করা হয় অসলো, নরওয়ে থেকে। অন্যগুলো দেয়া হয় স্টকহোম, সুইডেন থেকে।

women-nobel

অবশ্য শুরু থেকে পাঁচটি ক্যাটাগরীতে নোবেল দেয়া হতো। ১৯৬৯ সাল থেকে অর্থনীতিতে পুরস্কার প্রদান শুরু হয়। তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে ১৯৪০ থেকে ১৯৪২ সাল পর্যন্ত পুরস্কার প্রদান বন্ধ ছিল।

নোবেল বিজয়ীদের আসলে পুরস্কার হিসেবে কী দেয়া হয়, সে ব্যাপারে জানার আগ্রহ অনেকেরই। পুরস্কারপ্রাপ্তদের প্রত্যেককে একটি স্বর্ণপদক, একটি সনদ ও নোবেল ফাউন্ডেশন কর্তৃক কিছু পরিমাণ অর্থ পেয়ে থাকেন।

আসুন জেনে নেয়া যাক শুরু থেকে কী পরিমাণ অর্থ বিজয়ীদের দিয়ে আসা হচ্ছিল, আর বর্তমানে কী পরিমাণ অর্থ পান।

women-nobel

১৯০১ সালে নোবেল বিজয়ীদের দেয়া হয়েছে ১৭ হাজার চারশ ৫১ ডলার।

কিন্তু ১৯১০ সালে তা কমে ১৬ হাজার দুইশ ৮৫ ডলার করা হয়।

১৯২০ সালে আরও কমিয়ে ১৫ হাজার পাঁচশ ২০ ডলার দেয়া হয়।

১৯৩০ সালে অবশ্য পুরস্কারের অর্থ বাড়িয়ে দেয়া হয়। ২০ হাজার ১৬ ডলার সে বছর নোবেল বিজয়ীদের দেয়া হয়।

১৯৪০ সালে পুরস্কারের অর্থ পুনরায় কমিয়ে ১৬ হাজার ৩৮ ডলার করা হয়।

১৯ হাজার ১৬ ডলার পুরস্কার হিসেবে দেয়া হয় ১৯৫০ সালে।

১৯৬০ সালে ২৬ হাজার একশ ৫৫ ডলার দেয়া হয়।

১৯৭০ সালে এক লাফে ৪৬ হাজার দুইশ ৯৪ ডলার দেয়া হয়।

১৯৮০ সালে এক লাখ এক হাজার আটশ ৪৮ ডলার দেয়া হয়।

১৯৯০ সালে চার লাখ ৬২ হাজার নয়শ ৪৭ ডলার দেয়া হয়।

১০ লাখ ৩১ হাজার ছয়শ ৮০ ডলার দেয়া হয় ২০০০ সালে।

২০১৬ সালে এসে ১১ লাখ ৫৭ হাজার তিনশ ৬৮ ডলার দেয়া হয়।

আর চলতি বছর নোবেল জয়ীরা পাবেন ১২ লাখ ডলার।

(ওএস/এসপি/অক্টোবর ০৭, ২০১৭)