দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের আমবাড়িতে পুলিশ তদন্ত কেন্দ্র গতকাল শনিবার সকালে উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে পুলিশ তদন্ত কেন্দ্রের উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা এড. মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি। এতে এলাকাবাসীর দীর্ঘ ৪৬ বছরের দাবি পূরণ হলো।

দিনাজপুর পুলিশ সুপার মো. হামিদুল আলমের সভাপতিত্বে আয়োজিত পুলিশ তদন্ত কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা এড. মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি, বিশেষ অতিথি হিসেবে রংপুর রেঞ্জের উপ-মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) খন্দকার গোলাম ফারুক বিপিএম, পিপিএম, জেলা প্রশাসক মো. মীর খায়রুল আলম ও জেলা পরিষদের চেয়ারম্যান মো. আজিজুল ইমাম চৌধুরী। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পার্বতীপুর উপজেলা আওয়ামীলীগে সভাপতি মো. হাফিজুল ইসলাম প্রামাণিক, সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোস্তাক আহম্মেদ প্রমূখ।

প্রধান অতিথি হিসেবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা এড. মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি বলেন, দেশের সার্বিক উন্নয়নের পাশাপাশি জনগণের যানমালের রক্ষা নিশ্চিত করার জন্য বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সরকার কাজ করে যাচ্ছে। এরই অংশ হিসেবে এলাকাবাসীর দীর্ঘ ৪৬বছরের চাওয়া-পাওয়া আমবাড়িতে পুলিশ তদন্ত কেন্দ্র উদ্বোধনের মাধ্যমে এর কার্যক্রম শুরু করা হলো। এতে এলাকাবাসীকে আর ২০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে উপজেলা সদরে যেতে হবে না। থানার পুলিশি কার্যক্রম সবটাই এখানেই পাওয়া যাবে।


(এসিএ/এসপি/অক্টোবর ০৭, ২০১৭)