নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় টিআর (কাবিখা) প্রকল্পের রাস্তায় মাটি কাটা (সংস্কার) কাজের ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। সদর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের দোগাছী ডাঙ্গাপাড়া ওয়াপদা মোড় থেকে ইটভাটা পর্যন্ত সড়ক সংস্কার প্রকল্পটির কাজে এই অনিয়মের অভিযোগ পাওয়া গেছে।

অভিযোগে জানা গেছে, স্থানীয় এমপির বরাদ্দের কোঠা থেকে দোগাছীর পিডিবির পার্শ্বে থেকে ইটভাটা পর্যন্ত কাঁচা রাস্তা সংস্কার কাজ ও ড্রেন নির্মান কাজে ২ লাখ ২০ হাজার টাকা বরাদ্দ হয়।

বোয়ালিয়া ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ড সদস্য নাজিমুদ্দিনকে প্রকল্প পরিচালক করে রাস্তা সংস্কারের কাজটি পরিচালিত হয়ে আসছিল। উন্নয়নের নামে রাস্তার মাটি ঘাসসহ কেটে কেবলমাত্র উল্টে দিয়ে কাজ করা হচ্ছে। এতে রাস্তাটির উন্নয়নের পরিবর্তে ক্ষতির পরিমানই বেশী হয়েছে।

এতে চলাচলের সুবিধার থেকে দুর্ভোগই বৃদ্ধি পেয়েছে। নাজিমুদ্দিন নি¤œমানের কাজের অভিযোগ অস্বীকার করে বলেন, এমপির বিশেষ বরাদ্দে টিআর (কাবিখা) প্রকল্পের রাস্তা সংস্কার ও ড্রেন নির্মান কাজ সরকারী বিধি মোতাবেকই করছি।

দোগাছী ডাঙ্গাপাড়া গ্রামের সিরাজুল ইসলাম জানান, রাস্তা পূর্বেই অনেক ভালো ছিল। এখন রাস্তার মাটি সংরক্ষনের যে দুর্বা ঘাসগুলি দুইধারে আছে সেগুলি তুলে ফেলে সংস্কার কাজ দেখানো হচ্ছে।

একই এলাকার ছায়ের আলী জানান, রাস্তার সংস্কার কাজ আমরা ইতোপূর্বেও দেখেছি। এ ধরনের কাজ আমার ৬০ বছর বয়সে কখনও দেখিনি। এই অনিয়ম কি দেখার কেউ নেই? ঠিক এমনই প্রশ্ন এলাকার সচেতনমহলে ঘুরপাক খাচ্ছে।

নওগাঁ সদর উপজেলা প্রকল্প কর্মকর্তা (পিআইও) মোঃ শরিফুল ইসলাম জানান, রাস্তা সংস্কার কাজে কোন অনিয়ম হয়েছে এমন কোন অভিযোগ এখনো পাওয়া যায়নি। অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।