স্টাফ রিপোর্টার : বাংলাদেশ চলচ্চিত্র পরিবারের সঙ্গে বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির মিলন মেলা অনুষ্ঠিত হয় আজ (রবিবার) দুপুরে। অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন চিত্রনায়ক রিয়াজ। সেখানে সূচনা বক্তব্য রাখেন চলচ্চিত্রের বরেণ্য অভিনেতা সৈয়দ হাসান ইমাম।

তিনি বলেন, ‘কী দিন ছিল চলচ্চিত্রের! যেমন পর্দায় তেমনি পর্দার বাইরে। সবাই মিলেমিশে থাকতাম। সুপারহিট ছবি আসতো। সবই নষ্ট হয়ে গেছে। চলচ্চিত্রের বর্তমান সংকট দেখে খুব কষ্ট হয়।’

বর্ষীয়ান অভিনেতা হাসান ইমাম আরও বলেন, ‘আমরা এখন চরম সংকটময় সময় পার করছি। এটি কাটিয়ে সবাই মিলেমিশে কাজ করতে হবে। ফিল্মকে বাঁচাতে হবে। নিজদের মধ্যে দ্বন্দ্ব বিভাজন দূর করতে হবে। চিত্রনায়ক ফারুক সাহেবের ডাকে চলচ্চিত্র পরিবারের সদস্য হিসেবে এসেছি আজ। আমরা একতা দিয়ে সাফল্য আনতে চাই।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চলচ্চিত্র পরিবারের আহবায়ক চিত্রনায়ক ফারুক, হল মালিক সমিতির সভাপতি ইফতেখারউদ্দিন নওশাদ, সাধারণ সম্পাদক শোয়েব আহমেদ।

মিলন মেলায় আরো উপস্থিত ছিলেন সোহেল রানা, আমজাদ হোসেন, আজিজুর রহমান, সোহানুর রহমান সোহান, অঞ্জনা সুলতানা, শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান, সাইমন, অরুণা বিশ্বাসসহ হল মালিক ও চলচ্চিত্র পরিবারের নেতা-কর্মীরা।

অনুষ্ঠানের শুরুতে প্রয়াত চিত্রনায়ক জসীমের মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

(ওএস/এসপি/অক্টোবর ০৮, ২০১৭)