মাদারীপুর প্রতিনিধ: নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, তারেক জিয়ার দেওয়া বক্তব্যের বিপরীতে রাষ্ট্র কোনো মামলা করবে না। তবে কোনো নাগরিক কোনো কিছু করলে এটা তাদের ব্যাপার।

শনিবার সকাল ১১টার দিকে মাদারীপুর ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী একথা জানান।

তারেক রহমানের বক্তব্যের তীব্র সমালোচনা করে মন্ত্রী বলেন, উন্মাদরা অনেক কিছুই বলে, অনেক কিছুই করে।

তিনি বলেন, তারেক জিয়ার চরিত্রই হলো সন্ত্রাসী কর্মকাণ্ড করা, অবৈধ অর্থ আত্মসাৎ করা, দুর্নীতি করা। তাছাড়া ২০০৮ সালে সে যখন দেশের বাইরে যায় তখন ঢাকায় আমেরিকার এ্যাম্বাসেডর ওয়াশিংটনের সদর দফতরে যে সনদ পাঠিয়েছিল, সেখানে পরিষ্কারভাবে তিনটি শব্দ লেখা ছিল। সেটা হলো তারেক জিয়া কুখ্যাত সন্ত্রাসী, একজন জঙ্গীবাদ এবং সন্ত্রাসী মদদদাতা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক জিএসএম জাফরউল্লাহ, পুলিশ সুপার খোন্দকার ফরিদুল ইসলাম, মন্ত্রীর সহধর্মিণী বেগম রোকেয়া শাজাহান ও সদর উপজেলা চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান।

(ওএস/এটি/এপ্রিল ১২, ২০১৪)