নিউজ ডেস্ক : রাজধানীর সিটি ডেন্টাল কলেজের উদ্যোগে সম্প্রতি কক্সবাজার পৌর প্রিপারেটরি স্কুলে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপি ওরাল ডেন্টাল কাম্প ও প্রি ডেন্টাল চেক আপ।

সিটি ডেন্টাল কলেজের পাবলিক হেলথ বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক ডা. অরূপ কুমার সাহার নেতৃত্বে ও সিটি ডেন্টাল কলেজের প্রকল্প পরিচালক অধ্যাপক ডা. এ এস এম বদরুদ্দোজার সার্বিক তত্ত্বাবধানে দিনব্যাপি ওরাল ডেন্টাল কাম্প ও প্রি ডেন্টাল চেক আপে উপস্থিত ছিলেন কলেজটির অধ্যক্ষ অধ্যাপক ডা. এম এইচ সাত্তার, ডা. মেহেদি হাসান, ডা. কাজী তাঞ্জিন আহমেদ, ডা. সাজ্জাদ, ডা. কারনুন, ডা. তানভির আহমেদ, ডা. মিশু রানী দাস, ডা. হাসিনা, ডা. রহমাতুল বারি, ডা. পলাশ বিশ্বাস, ডা. সামিউল আলম এবং সিটি ডেন্টাল কলেজের ২১তম ব্যাচের ৭০ জন শিক্ষার্থী ।

ডেন্টাল ক্যাম্পে স্কুলটির ৫০০ শিক্ষার্থীর মধ্যে ঔষধ ও টুথব্রাশ, টুথপেস্টও বিতরণ করা হয়।

ক্যাম্প প্রসঙ্গে ডা. অরূপ কুমার সাহা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ি প্রান্তিক জনগোষ্ঠীকে চিকিৎসা সেবা প্রদান এবং শিক্ষার্থীদের হাতে কলমে প্রশিক্ষণ প্রদানের উদ্দেশ্য প্রতিবছর সিটি ডেন্টাল কলেজের পাবলিক হেলথ বিভাগ এই ডেন্টাল ক্যাম্পের আয়োজন করে থাকে।

(এসএস/অ/অক্টোবর ১০, ২০১৭)