রংপুর প্রতিনিধি : বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডাব্লিউ মজীনা বলেছেন, উত্তরাঞ্চলে কৃষিতে অভূতপূর্ব সাফল্য অর্জিত হয়েছে।

উত্তরাঞ্চলে ৭ দিনব্যাপী বিভিন্ন জেলা ঘুরে শনিবার সকালে রংপুর পর্যটন মোটেলে এক প্রেস কনফারেন্সে এসব কথা বলেন মজীনা।

মজীনা বলেন, বর্তমান সরকার কতদিন ক্ষমতায় থাকবে? এটা বাংলাদেশের মানুষের প্রশ্ন। এটা নিয়ে আমেরিকার কোনো মাথা ব্যথা নেই। তবে বাংলাদেশের জনগণ বলতে পারে বর্তমান সরকার কতদিন ক্ষমতায় থাকবে। আমেরিকা সব সময় সব গণতান্ত্রিক দেশে সকল দলের অংশগ্রহণে অবাধ, সুষ্ঠু নির্বাচনের পক্ষে। সুতরাং বাংলাদেশ প্রশ্নেও তাদের অবস্থান একই।

তিনি বলেন, বাংলাদেশ যে ভাবে এগিয়ে যাচ্ছে এতে করে খুব শীঘ্রই এ দেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে। এ দেশে বিশেষ করে উত্তরাঞ্চলে কৃষিতে অভূতপূর্ব সাফল্য অর্জিত হয়েছে। এ অঞ্চল ঘিরে ভবিষ্যতে পর্যটন কেন্দ্র গড়ে উঠলে অর্থনৈতিকভাবে আরো সমৃদ্ধ হবে।

(ওএস/এটি/এপ্রিল ১২, ২০১৪)