যশোর প্রতিনিধি : যশোরের নাভারণে কমিউটার ট্রেনের লাইনচ্যুতির ঘটনা ঘটেছে। রোববার সকালে বেনাপোল থেকে যাত্রী নিয়ে খুলনায় ফেরার পথে নাভারণ স্টেশনের কাছে ট্রেনটির দুটি বগি লাইনচ্যুত হয়। তবে এতে কেউ হতাহত হয়নি।

বেনাপোল রেলওয়ে স্টেশনের মাস্টার সাইদুজ্জামান জানান, খুলনা থেকে ছেড়ে আসা কমিউটার ট্রেনটি সকালে বেনাপোল পৌঁছায়। এরপর যাত্রী নিয়ে ফের খুলনার দিকে যাত্রা করে। সকাল ৯টার দিকে ট্রেনটি নাভারণ স্টেশনের কাছে পৌঁছালে শেষের দু’টি বগি লাইনচ্যুত হয়। পরে ওই দু’টি বগি খুলে রেখে যাত্রীদের নিয়ে ট্রেনটি খুলনার উদ্দেশে ছেড়ে যায়। এই লাইনে একমাত্র যাত্রীবাহী কমিউটার ট্রেনটিই চলাচল করে। তাই এখন আর এই লাইনে কোনো ট্রেন নেই।

স্টেশন মাস্টার সাইদুজ্জামান আরও জানান, বেলা ১১টার দিকে খুলনা থেকে রিলিফ ট্রেন নাভারণের উদ্দেশে যাত্রা করেছে। দুপুর ১টা নাগাদ রিলিফ ট্রেন দুর্ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করবে।

(ওএস/এসপি/অক্টোবর ১৫, ২০১৭)