নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলায় গ্রেফতারী পরোয়ানা জারির প্রতিবাদে টাঙ্গাইলের নাগরপুরে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল উপজেলা শাখার বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা সেচ্ছাসেবক দলের উদ্যোগে রবিবার সকালে উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন স্থান প্রদক্ষিণ শেষে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি এনামুল হক বাবুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল কাশেম মানিকের সঞ্চালণায় বক্তব্য রাখেন, বিএনপি নেতা মো. সাইফল ইসলাম মানিক, যুবদলের আহবায়ক মো. ফনির হোসেন ভূইয়া, যুগ্ন-আহবায়ক মো. আবুল কালাম আজাদ, রফিকুল ইসলাম দীপন, ছাত্রদলের সভাপতি মো. নজরুল ইসলাম, সহ-সভাপতি মো. গোলাম মোস্তফা গোলাম, সাধারণ সম্পাদক মো. জিহাদ হোসেন ডিপটি, কলেজ ছাত্রদলের সভাপতি মো. জাহিদ হাসান, স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান বাবু প্রমূখ। এসময় উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দসহ উপজেলা বিএনপির অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

(আরএসআর/এসপি/অক্টোবর ১৫, ২০১৭)