তথ্যপ্রযুক্তি ডেস্ক : ফেসবুকে এবার  চালু হলো ফুড অর্ডার সার্ভিস। এই সেবাটি চালু করতে বেশ কিছুদিন ধরে কাজ করছিল ফেসবুক। শুরুতে যুক্তরাষ্ট্রের ফেসবুক ব্যবহারকারীরা এই সুবিধা পাবেন।

ওই দেশের ব্যবহারকারীরা ফেসবুকের অ্যাপ কিংবা ওয়েবসাইটের মাধ্যমে খাবার ফরমায়েশ দিতে পারবেন। ঘরে বসেই খাবারের রস আস্বাদন করতে করতে পারবেন।

গতকাল শুক্রবার ১৩ অক্টোবর থেকে যুক্তরাষ্ট্রে এই সুবিধা চালু হয়েছে।

ফেসবুক জানিয়েছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন রেস্তোরাঁর সঙ্গে জোট বেঁধে এই সুবিধা চালু করা হয়েছে। একব্লগ পোস্টে ফেসবুক জানিয়েছে, যুক্তরাষ্ট্রের বিভিন্ন রেস্তোরাঁর পাশাপাশি বিভিন্ন অনলাইন ভিত্তিক খাবার সরবরাহকারী প্রতিষ্ঠানের সঙ্গেও ফেসবুকের চুক্তি হয়েছে। ফলে গ্রাহকের ঘরে পৌঁছে যাবে তার কাঙ্খিত খাবার।

ফেসবুক এক্সপ্লোরার মেনুতে ‘অর্ডার ফুড’ অপশন থেকে খাবারের জন্য ফরমায়েশ দেয়া যাবে। তবে এই সুবিধা শুধুমাত্র যুক্তরাষ্ট্রেই পাওয়া যাবে।

(ওএস/এসপি/অক্টোবর ১৫, ২০১৭)