স্টাফ রিপোর্টার : রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত মোবাইল অপারেটরগুলো যেসব বিশেষ প্যাকেজ দিয়ে থাকে তা বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

ব্লু হোয়েল সম্পর্কিত একটি রিট আবেদনের শুনানিতে সোমবার এ নির্দেশ দিয়েছেন বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জে বি এম হাসানের সমন্বয়ে গঠিত বেঞ্চ।

রবিবার তিন আইনজীবীর পক্ষে হাইকোর্টে রিটটি দায়ের করেছিলেন অ্যাডভোকেট হুমায়ুন কবীর পল্লব।

সোমবার শুনানিতে হুমায়ুন কবীর আদালতকে বলেন, চীন মোবাইল অপারেটরগুলোর বিশেষ প্যাকেজ বন্ধ করেছে। বাংলাদেশেও সেটি করা যায় কি না সে বিষয়ে আদালতের কাছে জানতে চান তিনি।

এরপর আদালত বিশেষ প্যাকেজ বন্ধের নির্দেশনা দেন।

(ওএস/এসপি/অক্টোবর ১৬, ২০১৭)