কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপে আবারও ৮ রোহিঙ্গার মরদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড। এসময় ১৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে দ্বিপের হাড়িয়াখালী সাগরের চরে মরদেহগুলো ভেসে আসলে সেগুলো উদ্ধার করা হয়। এখনও নিখোঁজ রয়েছেন অনেকে।

জীবিত উদ্ধার রোহিঙ্গাদের বরাত দিয়ে শাহপরীর দ্বীপের কোস্টগার্ড স্টেশন কমান্ডার লে. ইমাম সজীব জানান, মিয়ানমারের রাখাইন রাজ্যের নাইক্ষংদিয়া এলাকা থেকে কাল রবিবার রাতে ইঞ্জিনচালিত নৌকায় করে ৫০ থেকে ৬০ জন রোহিঙ্গা টেকনাফে আসছিলেন। এসময় নৌকাটি শাহপরীর দ্বীপের ঘুলারচর এলাকার নাফ নদী ও সাগরের মোহনায় ডুবে যায়। এতে এখন পর্যন্ত ৪ শিশু ও ৪ নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

এরআগে গত ৮ অক্টোবর রোহিঙ্গা বোঝাই নৌকাডুবির ঘটনায় গতকাল সকাল পর্যন্ত ৩৭টি মরদেহ উদ্ধার হয়। এর মধ্যে ১৬ শিশু, ১৭ জন নারী ও চারজন পুরুষ।

(ওএস/এসপি/অক্টোবর ১৬, ২০১৭)