আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের সাতটি আশ্চর্য্যের একটি আগ্রার তাজমহলের নাম সম্প্রতি খোদ উত্তর প্রদেশের পর্যটন তালিকা থেকে বাদ দেয়া হয়েছে। তা নিয়ে বিতর্ক শেষ হতে না হতেই তাজমহলকে ভারতের সংস্কৃতির কলঙ্ক এবং এর নির্মাণকারীকে বিশ্বাসঘাতক বলে মন্তব্য করেছেন ক্ষমতাসীন বিজেপির বিতর্কিত বিধায়ক সঙ্গীত সোম।

সঙ্গীত সোম মন্তব্য করেন, উত্তর প্রদেশের পর্যটন তালিকা থেকে তাজমহলের নাম সরিয়ে ফেলার পর বহু মানুষ উদ্বিগ্ন হয়েছেন। আমরা কোন ইতিহাসের কথা বলছি? তাজমহল সেই ব্যক্তি (সম্রাট শাহজাহান) নির্মাণ করেছেন, যিনি নিজের বাবাকে কারাগারে আটকে রেখেছিলেন।

তিনি আরও বলেন, তিনি হিন্দুদের নিশ্চিহ্ণ করতে চেয়েছিলেন। এটা যদি ইতিহাস হয়; তাহলে সেটা খুবই দুঃকজনক এবং আমরা সেই ইতিহাস বদলে ফেলতে চাই।

(ওএস/এসপি/অক্টোবর ১৬, ২০১৭)