দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : জেলার দুর্গাপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে সোমবার উপজেলার পিএসসি,জিএসসি, ও এসএসসি পরীক্ষয়া জিপিএ-৫ প্রাপ্ত মোট ১৮৬ জন শিক্ষার্থীকে সম্বর্ধনা ও সনদপত্র ও প্রত্যেকিকে ১হাজার করে টাকা বিতরণ করা হয়।

‘‘শিক্ষা নিয়ে গরবো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ,উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম ও একাডেমিক সুপারভাইজার মোঃ নাসির উদ্দিন এর সঞ্চালনায় ,উপজেলা পরিষদ চেয়ারম্যান এমদাদুল হক খান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্বর্ধনা অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য ছবি বিশ্বাস।

অন্যান্যদের মধ্যে অতিথি হিসাবে আলোচনায় অংশ নেন জেলা পরিষদ সদস্য মোঃ শফিকুল ইসলাম শফিক, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মামনুর রশীদ, উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোঃ আলাউদ্দিন আল আজাদ, সাধারন সম্পাদক মোঃ সাজ্জাদুর রহমান স্জ্জাাদ, উপজেলা ভাইস চেয়ারম্যান পারভীন আক্তার প্রমূখ। এ সময় ছাত্র,ছাত্রী, অভিবাবক, প্রতিষ্টান প্রধান সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিল।

(এনএস/এসপি/অক্টোবর ১৬, ২০১৭)