জামালপুর প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জে গ্রাম আদালত সক্রিয়করণ (২য় পর্যায়) প্রকল্প মাঠ পর্যায়ে বাস্তবায়ন এবং সেবা সম্পর্কিত স্থানীয় জনগোষ্ঠির সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে র‌্যালি সোমবার অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সরকার বিভাগের সহযোগিতায় এবং মাদারীপুর লিগ্যাল এইড অ্যাসোসিয়েশনের উদ্যোগে সাধুরপাড়া ইউনিয়ন পরিষদ থেকে দাসের হাট পর্যন্ত সকাল ১১ টায় র‌্যালিটি বের হয়। র‌্যালিতে নেতৃত্ব দেন প্রকল্পের জেলা ফ্যাসিলিটেটর মালিক শামীম আখতার।

র‌্যালি শেষে ইউনিয়ন পরিষদ চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন মাদারীপুর লিগ্যাল এইড অ্যাসোসিয়েশনের উপজেলা সমন্বয়কারী মো. মোকিম উদ্দিন, সাধুরপাড়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান রফিকুল ইসলাম, ইউপি সদস্য গাজী আমর আলী, ইউপি সদস্য মো. সবুজ মিয়া, নুরু মিয়া, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজাহার আলী, ইউনিয়ন গ্রাম আদালত সহকারী হাসেম মোল্লা, শিক্ষক মাহমুদুল হাসান, তারা গাজী, খোরশেদ আলম মানিক প্রমুখ।

র‌্যালি ও আলোচনা সভায় সকল ইউপি সদস্য, সংরক্ষিত নারী ইউপি সদস্য, শিক্ষক ও শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।

(আরআর/এসপি/অক্টোবর ১৬, ২০১৭)