রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি : সোমবার বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে কুড়িগ্রামের রাজারহাটে কৃষি বিভাগের উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভা এবং আমন ধান কর্তন করা হয়েছে। অভিবাসনের ভবিষ্যত দাও বদলে,খাদ্য নিরাপত্তা ও গ্রামীণ উন্নয়নে করো বিনিয়োগ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সকালে উপজেলা পরিষদ কার্যালয় থেকে একটি র‌্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পরে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন রাজারহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল হাসেম, উপজেলা নির্বাহী অফিসার মোঃ রফিকুল ইসলাম, প্রাণি সম্পদ কর্মকর্তা মোঃ সাহিদুর রহমান, উপজেলা কৃষি অফিসার ষষ্টি চন্দ্র রায়, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. কামরুল হাসান, অতিরিক্ত কৃষি অফিসার সৈয়দা সিফাত জাহান প্রমূখ। পরে উপজেলার চাকিরপশার ইউনিয়নের চাকিরপশার পাঠক জুলুটারী গ্রামের হাবিবুর রহমান হবির ধানক্ষেতে আমনধান হাইব্রীড(ধানীগোল্ড) কর্তন উদ্বোধন করেন রাজারহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল হাসেমসহ অতিথিবৃন্দ। এসময় উপজেলা কৃষি অফিসার ষষ্টি চন্দ্র রায় জানান, আগাম হাইব্রীড(ধানী গোল্ড) জাতের ধান ১একরে ৫০মণ উৎপাদন করা সম্ভব।

(পিএমএস/এসপি/অক্টোবর ১৬, ২০১৭)