চাঁদপুর প্রতিনিধি : চাঁদপুর শহরের বড় স্টেশন রেলওয়ে কøাব রোড এলাকার রেলওয়ে শ্রমিক কলোনীতে
৭ম শ্রেণীতে পড়ুয়া ছাত্রী সানজিদা আক্তার (১৩)-এর বিবাহ দেয়া হয়েছে।

নিশি রোড এলাকার মৃত মোঃ মহিউদ্দিন প্রধানীয়ার পুত্র মোঃ রাহুল প্রধানীয়া (৩০)-এর সাথে। ১৬ অক্টোবর সোমবার দুপুরে রেলওয়ে শ্রমিক কলোনীর মসজিদের ভিতরের মাঠে প্যান্ডেল করে ও বিশাল গেইট করে আনুষ্ঠানিকভাবে ঘটাও করে এ বিয়ের অনষ্ঠান হয়েছে। এ অনুষ্ঠানে সরকারের অতিথি নিমন্ত্রণ আইন অমান্য করে ৫ শতাধিক মানুষকে এ বিয়ের অনুষ্ঠানে আপ্যায়নের ব্যবস্থা করা হয়েছে। এর
জন্য সরকারের সংস্থা থেকে কোন অর্থ জমা দিয়ে কোন অনুমতি নেওয়া হয়নি বলে জানান হিরন হাওলাদার।

বাল্যবিয়ের পিড়িতে বসা সানজিদা আক্তার চাঁদপুর পৌর এলাকার ৭নং ওয়াডের্র বাসিন্দা রেলওয়ে শ্রমিক কলনীর মোঃ হিরন হাওলাদারের ২য় স্ত্রীর মেয়ে। সে শহরের আক্কাছ আলী রেলওয়ে একাডেমীতে ৭ম
শ্রেণীতে পড়ে বলে স্কুল কর্তৃপক্ষ জানান।

এ ছাড়া বর মোঃ রাহুল প্রধানীয়া (৩০), পৌর ৭নং ওয়ার্ডের নিশি রোড উওর শ্রীরামদী এলাকার মৃত মোঃ
মহিউদ্দিন প্রধানীয়ার পুত্র। সে প্রবাস থেকে দেশে এসে এখন ব্যবসা বাণিজ্য করে। আজ মঙ্গলবার দুপুরে রাহুল প্রধানীয়ার বাড়িতে বউ ভাতের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এ ব্যাপারে চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে এ বিষয়ে অবহিত করা হয়েছে। তিনি এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান।

(ইউএইচ/এসপি/অক্টোবর ১৭, ২০১৭)