আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের দক্ষিণ-পূর্ব অঞ্চলের পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে আত্মঘাতী এবং বন্দুক হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছে। মঙ্গলবারের এই হামলায় আরও ৪০ জন আহত হয়েছে বলে হাসপাতালের কর্মকর্তারা জানিয়েছেন।

টুইটারে হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে জঙ্গিগোষ্ঠী তালেবান। আফগানিস্তানের রাজধানী কাবুলের গার্ডেজের জনস্বাস্থ্য বিভাগের পরিচালক হেদায়েতুল্লাহ হামিদি জানান, হামলায় পুলিশ, নারী ও শিক্ষার্থীরা আহত হয়েছেন।

আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলছে, প্রশিক্ষণ কেন্দ্রের পাশেই একটি গাড়িতে থাকা আত্মঘাতী হামলাকারী বিস্ফোরণ ঘটায়। এর পরই কয়েকজন হামলাকারী গুলি চালানো শুরু করে।

স্থানীয় একজন কর্মকর্তা জানান, পুলিশ, সীমান্তরক্ষী এবং সেনাবাহিনীর সদর দফতরের পাশের ওই প্রশিক্ষণ কেন্দ্রর কাছাকাছি দুটি গাড়ি বোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে। এছাড়া কয়েকজন বন্দুকধারী প্রশিক্ষণ কেন্দ্রে প্রবেশ করে একাধারে গুলি চালাতে থাকে বলেও জানান আল্লাহ মির বাহরাম নামের একজন প্রত্যক্ষদর্শী।

টুইটারে পোস্ট করা ছবিতে দেখা যায়, বিস্ফোরণস্থলের পাশে দুটি স্থান থেকে ধোঁয়া উড়ছে।

(ওএস/এসপি/অক্টোবর ১৭, ২০১৭)