বরিশাল প্রতিনিধি : বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছয় শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। সোমবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ঢাকা লিয়াজোঁ কার্যালয়ে সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

রেজিস্ট্রারের কক্ষে হামলা ভাঙচুর এবং সহকারী রেজিস্ট্রারকে মারধরের ঘটনায় অধিকতর তদন্তের জন্য সিন্ডিকেট সদস্য মো. হানিফকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

সাময়িক বহিষ্কার হওয়া ছয় শিক্ষার্থী হলেন, মার্কেটিং বিভাগের আকিব জাবেদ খান ও আল মামুন, ম্যানেজমেন্ট বিভাগের রেজা শরীফ ও এনামুল মনি, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মিঠুন দে এবং অর্থনীতি বিভাগের সাঈদুর রহমান।

গত ৫ জুন বরিশাল বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারী সাধারণ শিক্ষার্থীদের একটি অংশ রেজিস্ট্রারের কক্ষে হামলা ও ভাঙচুর চালায়। এ সময় সহকারী রেজিস্ট্রার বাহাউদ্দিন গোলাপকে মারধর করেন শিক্ষার্থীরা। ওই ঘটনায় ৭ জুন গভীর রাতে বিশ্ববিদ্যালয়ের সহকারী এস্টেট কর্মকর্তা মো. মনিরুজ্জামান বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় আকিব জাবেদ খান, আল মামুন, রেজা শরীফ ও এনামুল মনির নাম উল্লেখ করে ৪০-৫০ জনকে আসামি করা হয়। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারী ঐক্য পরিষদ ঘটনার শাস্তি দাবিতে আন্দোলনে নামে। এরই পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেয়া হলো।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হারুনর রশীদ খান বলেন, ‘রেজিস্ট্রারের কক্ষে হামলা, ভাঙচুর এবং তাকে মারধরের ঘটনায় একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি চার সপ্তাহের মধ্যে প্রতিবেদন দেবে। ওই প্রতিবেদনের পর চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।’

বরিশাল বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও গণিত বিভাগের চেয়ারম্যান মো. শফিউল আলম বলেন, ঢাকায় অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয়ের ছয় শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। এ ব্যাপারে আরও ব্যাপক তদন্তের জন্য সিন্ডিকেট সদস্য মো. হানিফকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

(ওএস/এইচআর/জুলাই ০১, ২০১৪)