মৌলভীবাজার প্রতিনিধি : কুয়েতের হাওয়ালির সালমিয়া এলাকায় একটি পাঁচতলা ভবনে অগ্নিকাণ্ডে একই পরিবারের ৫ বাংলাদেশি নিহত হয়েছেন। অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতদের গ্রামের বাড়ি মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের কান্দিগাও গ্রামের বলে জানা গেছে ।

গতকাল সোমবার (১৬ অক্টোবর) দুপুর ২টার সময় গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত বলে জানিয়েছেন সালমিয়ার ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা।

জানা যায়, হাওয়ালির সালমিয়ার একটি ভবনের ৪র্থ তলায় চার সন্তান ও স্ত্রী নিয়ে ভাড়া বাসায় থাকতেন বাংলাদেশি জুনাইদ আহমে।

অগ্নিকাণ্ডের সময় জুনায়েদ আহমেদ অফিসে ছিলেন। বাসায় অবস্থানরত পরিবারের সদস্যরা অগ্নিকাণ্ডে মারা গেছেন। তারা হলেন স্ত্রী রোকেয়া বেগম, বড় মেয়ে জামিলা, বড় ছেলে ইমাদ, দ্বিতীয় মেয়ে নাবিলা, ছোট ছেলে ফাহাদ ।

এ ঘটনায় পুরো কুয়েতের বাংলাদেশ কমিউনিটি জুড়ে শোকের ছায়া বিরাজ করছে।

কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসের রাষ্টদূত ও কর্মকর্তারা জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত ও শোকাহত জুনায়েদ আহমেদকে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে।

এ ব্যাপারে কমলগঞ্জের কান্দিগাঁও গ্রামের জুনায়েদের প্রতিবেশি মুক্তিযোদ্ধা জয়নাল আবেদিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাড়িতে জুনায়েদের বৃদ্ধ মা ছাড়া আর কেউ নেই। জুনায়েদের অপর দুই ভাইয়ের মধ্যে এক ভাই জুবের স্বপরিবারে আমেরিকা ও অপর ভাই সোয়েব স্বপরিবারে লন্ডন বসবাস করেন।

তিনি আরো জানান, অগ্নিকান্ডের সময় জুনায়েদ বাহিরে ছিলেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। বর্তমানে চিকিৎসা নেয়ার পর তিনি সুস্থ আছেন। আর নিহতদের লাশ কুয়েতের মোবারক আল কাবির হসপিটালে রাখা হয়েছে।


(একে/এসপি/অক্টোবর ১৭, ২০১৭)