ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের কানাইপুরে এবার কাত্যায়নী পূজার ধুম পড়েছে। কানাইপুরের হিন্দু সম্প্রদায় পাঁচ পাঁচটি মন্দিরে মা কাত্যায়নী পূজার আয়োজন করেছেন।

কানাইপুর সাহা পাড়া, সর্দার পাড়া, মালাঙ্গা বোস বাড়ি, ভাটি কানাইপুর ঘোষ পাড়া ও ভাটি কানাইপুর কুণ্ডু পাড়ার পূজা মন্দিরে ষষ্টি পূজার মধ্য দিয়ে দেবী কাত্যায়নীর পূজা শুরু হবে আগামী ২৬ অক্টোবর ২০১৭।

আগামী ২৭ অক্টোবর কাত্যায়নী দেবীর সপ্তমী, ২৮ অক্টোবর অষ্টমী, ২৯ অক্টোবর নবমী ও ৩০ অক্টোবর দশমী পূজা অনুষ্ঠিত হবে।

কানাইপুরে কাত্যায়নী পূজার উদ্যোক্তা প্রতীক দত্ত,বিপ্লব সাহা, তাপস কুণ্ডু, পবিত্র পোদ্দার, গৌতম পোদ্দার ও পীযূষ পোদ্দার জানান, ৩০ অক্টোবর দশমীতে দর্পণ বিসর্জন শেষে প্রথা অনুযায়ী পাঁচ মন্দিরেরই দেবী কাত্যায়নীর প্রতিমা ঐতিহ্যবাহী কুমার নদে বিসর্জন দেওয়া হবে। এই উপলক্ষে কানাইপুরে বসবে গ্রামীন মেলাও।

(ওএস/অ/অক্টোবর ১৭, ২০১৭)