স্টাফ রিপোর্টার : আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক বলেছেন, কেউ আইনের ঊর্ধ্বে নয়। তাই প্রধান বিচারপতির বিরুদ্ধে দুর্নীতি, বিদেশে অর্থ পাচার, আর্থিক অনিয়ম, নৈতিক স্খলনসহ সুনির্দিষ্ট ১১টি অভিযোগ তদন্ত সাপেক্ষে আইনের আওতায় এনে বিচার করতে হবে।

বুধবার বাংলাদেশ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরাম (বোয়াফ) আয়োজিত এক মানববন্ধনে দাঁড়িয়ে এসব কথা বলেন শামসুদ্দিন চৌধুরী।

তিনি আরও বলেন,সাবেক বিচারপতির বিরুদ্ধে সকল অভিযোগের সাক্ষ্য-প্রমাণ রয়েছে। এ কারণে এস কে সিনহা দেশ থেকে পালিয়ে গেছেন। তাই অনতিবিলম্বে তাকে ফিরিয়ে এনে তার সকল অপকর্মের বিচারকার্য শুরু করতে হবে।

মানববন্ধনে অপর বক্তারা বলেন, প্রধান বিচারপতি এস কে সিনহার কার্যক্রমে জাতির কাছে আজ তিনি প্রশ্নবিদ্ধ। নানা অনিয়ম করে দেশ-বিদেশের ব্যাংক হিসেবে তার বিপুল অর্থ সংরক্ষিত। এটি কোনোভাবেই মেনে নেয়া যায় না।

বোয়াফের যুগ্ম সম্পাদক সাজেদা হকের পরিচালনায় সংগঠনের সভাপতি কবীর চৌধুরী তন্ময়ের সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য রাখেন- স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক (স্বাচিপ) শাহাজাহান আলম সাজু, ব্যারিস্টার সোহরাব খান চৌধুরী, জয় বাংলা পরিষদের সভাপতি মনির খান প্রমুখ।

(ওএস/এসপি/অক্টোবর ১৮, ২০১৭)