আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের কোয়েটা শহরের সারিয়াব মিল এলাকায় বিস্ফোরণে পুলিশের সাত সদস্য নিহত এবং ২২ জন আহত হয়েছেন। বুধবার কোয়েটার সিব্বি রোডের পাশে বোমা বিস্ফোরণে হতাহতের ঘটনা ঘটেছে।

দেশটির জাতীয় দৈনিক ডন বলছে, পুলিশের ৩৫ জন সদস্যকে নিয়ে একটি গাড়ি সিব্বি রোড দিয়ে যাওয়ার সময় বিস্ফোরণটি ঘটেছে। তবে বিস্ফোরণের প্রকৃতি এখনও জানা যায়নি।

সিভিল হাসপাতাল কোয়েটার মুখপাত্র ওয়াসিম বাইগ জানান, বিস্ফোরণে সাতজন নিহত হয়েছে এবং আটজনকে জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।

বেলুচিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সরফরাজ বাগতি হামলার নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, ছয়জন পুলিশ সদস্য মারা গেছে এবং আহত ২২ জনকে সিভিল হাসপাতাল এবং কম্বাইন্ড মিলিটারি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

সরফরাজ বাগতি বলেন, বৃহস্পতিবার লাহোর থেকে ফরেনসিক টিম ঘটনাস্থল থেকে বিস্ফোরণের ধরন শনাক্তের চেষ্টা করবে।

(ওএস/এসপি/অক্টোবর ১৮, ২০১৭)