কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোণার কেন্দুয়া উপজেলার দুই নারী কর্মকর্তা সহ চন্দন কুমার  মহাপাত্র  উপজেলা কৃষি কর্মকর্তা হিসাবে বুধবার সকালে কর্মে যোগদান করেছেন।

এর আগে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসাবে ডাক্তার জিনাত সাবা চলতি মাসের ৪ তারিখ এবং সহকারী কমিশনার (ভূমি) হিসাবে শিরিন সুলতানা ১২ অক্টোবর কর্মে যোগদান করেন। ঔ দিন উপজেলা পরিষদ মিলনায়তনে এক মত বিনিময় সভায় নেত্রকোণা জেলা প্রশাসক ড. মোঃ মুশফিকুর রহমানের উপস্থিতে ঔই দুই নারী কর্মকর্তা কে ফুলের তৌরা দিয়ে বরণ করে নেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন ভূঞা, মহিলা ভাইস চেয়াম্যান জাহানারা রোজি ও পৌর মেয়র মোঃ আসাদুল হক ভূঞা।

এদিকে বুধবার সকালে উপজেলা কৃষি বিভাগের সকল কর্মকর্তা কর্মচারীগন নবাগত উপজেলা কৃষি কর্মকর্তা চন্দন কুমার মহাপাত্রকে বরণ করে নেন। বরণ অনুষ্ঠানের পর উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা মোঃ মজিবুর রহমান বলেন স্যারে মুখ দেখে এবং কথা বলে মনে হল তিনি সৎ নিষ্ঠাবান এবং ভদ্রলোক হবেন। যোগদানের পর কৃষি কর্মকর্তা বলেন আমি সকলের সহযোগীতা কেন্দুয়ার কৃষি এবং কৃষকের উন্নতির লক্ষ্যে মিলেমিশে কাজ করতে চাই।

(এসবি/এসপি/অক্টোবর ১৮, ২০১৭)