রংপুর প্রতিনিধি : রংপুরের মৎস্য ব্যবসায়ীরা সড়ক অবরোধ করেছেন, সিটি কর্পোরেশনের নির্ধারিত টোলের চেয়ে বেশি টাকা দাবি করায় সড়ক অবরোধ করেন তারা।

মঙ্গলবার দুপুর ১২টা ১০ মিনিট থেকে ব্যবসায়ীরা রংপুর-দিনাজপুর সড়কের বাবুখাঁ এলাকায় অবরোধ সৃষ্টি করেন।
এতে দিনাজপুর-পঞ্চগড়-ঠাকুরগাঁও জেলার সঙ্গে সড়ক যোগাযোগ ব্যহত হচ্ছে। রাস্তার দু’পাশে অনেক যানবাহন ওই এলাকায় আটকা পড়েছে।
মৎস্য ব্যবসায়ী আবুল হাফিজ, আব্দুর রশিদ বলেন, সিটি কর্পোরেশনের কর্মীরা আগে প্রতিটি মাছবাহী ট্রাক থেকে ৫০ টাকা করে আদায় করতেন।
কিন্তু মঙ্গলবার থেকে তারা ট্রাক প্রতি যানবাহন থেকে ৫০০ টাকা করে টোল দাবি করছে। এর প্রতিবাদেই ব্যবসায়ীরা অবরোধ করেছে।
(ওএস/এএস/জুলাই ০১, ২০১৪)