মানিকগঞ্জ প্রতিনিধি : বৈরী আবহাওয়ার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে শুক্রবার দুপুর সাড়ে ১২টা থেকে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। তবে স্বাভাবিক রয়েছে ফেরি চলাচল।

বিআইডব্লিউটিএর পরিচালক (নৌ-ট্রাফিক) ফরিদ হোসেন জানান, সাগরে নিম্নচাপের প্রভাবে সকাল থেকেই বাতাসসহ বৃষ্টিপাত হচ্ছে। এ কারণে নদীতে ঢেউয়ের সৃষ্টি হয়েছে। ফলে দুর্ঘটনা এড়াতে দুপুর সাড়ে ১২টা থেকে লঞ্চ চলাচল সম্পূর্ণ বন্ধ রাখা হয়। আবহাওয়া পরিস্থিতি ভালো হলেই পুনরায় লঞ্চ চলাচল শুরু হবে।

এদিকে লঞ্চ চলাচল বন্ধ থাকায় বিপাকে পড়েছেন অনেক যাত্রী। তবে বিকল্প হিসেবে তারা ফেরিতে পারাপার হচ্ছেন।

বিআইডব্লিউটিসির পাটুরিয়া ঘাট ব্যবস্থাপক মহিউদ্দিন রাসেল জানান, বৃষ্টির কারণে ফেরি ঘাটে লোড-আনলোডে সমস্যা হচ্ছে। পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে বর্তমানে ছোট বড় ১৪টি ফেরি চলাচল করছে। দুই পাড়ে পারের অপেক্ষায় আটকা পড়েছে তিন শতাধিক যানবাহন।

(ওএস/এসপি/অক্টোবর ২০, ২০১৭)