পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালী জেলায়গত বৃহস্পতি বার থেকে থেমে থেমে মুষলধারে বৃষ্টি হচ্ছে। আজ শুক্র বার দিনভর ভারী বৃষ্টি হওয়াতে দুর্ভোগে পড়েছে দিনমজুর,খেটে খাওয়া লোকজন সহ বিভিন্ন শ্রেনি- পেশার মানুষ।

সরেজমিনে শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, অপেক্ষাকৃত নিচু এলাকায় পানি জমে গেছে এবং সেই পানিতে ভাসছে নোংরা আবর্জনা। বিশেষ কিছু এলাকাসহ বেশ কিছু সড়কের বিভিন্ন স্থানে পানি জমে গেছে।

এমনিতেই রাস্তার অবস্থা খারাপ, তার মধ্যে বৃষ্টি জনগনের দুর্ভোগ বাড়িয়ে দিচ্ছে বহুগুন। সরকারি কলেজের ছাত্র হেলাল বলেন, বৃষ্টিতে রাস্তায় অটোগাড়ি কম অন্যদিকে রাস্তার বেহাল দশার কারনে রিক্সাও যেতে চাইছে না। ভাড়া চাচ্ছে দিগুন। এছাড়া নোংরা পানির কারনে রাস্তা দিয়ে হেটে যাওয়াও কষ্টকর।

(এসডি/এসপি/অক্টোবর ২০, ২০১৭)