গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর গলাচিপার চরচন্দ্রাইল আমজাদ হোসেন মাধ্যমিক বিদ্যালয়ে শেখ রাসেল ডিজিটাল ল্যাবটপ এর শুভ উদ্বোধন করা হয়।

শুক্রবার সকাল ১০ টায় ওই বিদ্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জননেতা আ খ ম জাহাঙ্গীর হোসাইন এমপি।

প্রধান অতিথি শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ ও সর্বস্তরের জন সাধারণের উদ্দেশে বলেন, বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ বিনির্মানের লক্ষ্যে আপনারা জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করুন। যেকোন প্রকার জঙ্গীবাদ, সন্ত্রাসবাদ ও ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আপনারা রুখে দাঁড়াবেন। জননেত্রী শেখ হাসিনা বাংলার প্রতিটি ঘরে ঘরে শিক্ষার আলো জ্বালিয়ে দিয়েছেন। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শেখ হাসিনার সরকারের উন্নয়নের ছোঁয়া লেগেছে।

শওকত হোসেন ঢালীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি প্রফেসর সন্তোষ দে, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা টিটো, সহ সভাপতি হাজী মু. মজিবুর রহমান, জেলা পরিষদের সদস্য হাজী মু. ইউসুফ গাজী, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আ. ছত্তার জোমাদ্দার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. গোলাম মোস্তফা, গজালিয়া ইউপি চেয়ারম্যান মু. খালেদুল ইসলাম স্বপন, চরচন্দ্রাইল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহীন গাজী প্রমুখ। পরে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি এমপি মহোদয়কে ও আগত অতিথিদেরকে ক্রেস প্রদান করেন।


(এসডি/এসপি/অক্টোবর ২০, ২০১৭)