স্টাফ রিপোর্টার : বেসরকারি টেলিভিশন চ্যানেল জিটিভি (গাজী টেলিভিশন) ছাড়লেন মেসবাহ আহমেদ। তিনি চ্যানেলটির শুরু থেকেই বার্তা প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। গত ১ সেপ্টেম্বর থেকে এ পদ থেকে ইস্তফা দেন তিনি।

এ বিষয়ে মেসবাহ আহমেদ বলেন, ব্যক্তিগত কারণে জিটিভি থেকে ইস্তফা দিয়েছি। এছাড়া অন্য কোনো কারণ নেই।

উল্লেখ্য, ২০১২ সালের ১২ জুন যাত্রা শুরু করে জিটিভি। ২০১৫ সালে চতুর্থ বর্ষে পদার্পণ উপলক্ষে লোগো পরিবর্তন করে চ্যানেলটি।

মেসবাহ আহমেদ চ্যানেলটিতে যোগ দেয়ার আগে দৈনিক আজকের কাগজে প্রধান প্রতিবেদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

জিটিভির চেয়ারম্যান হিসেবে রয়েছেন নারায়ণগঞ্জ-১ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী।

(ওএস/এসপি/অক্টোবর ২১, ২০১৭)