চাটমোহর (পাবনা) প্রতিনিধি : অতি বৃষ্টিতে পাবনার চাটমোহরের চাদামাড়া নামক স্থানে রেললাইনের নীচ থেকে মাটি সরে যাওয়ায় ঢাকার সাথে উত্তর-দক্ষিণ অঞ্চলের রেল যোগাযোগ সাময়িক বন্ধ হয়ে যায়। এরপর প্রায় সাড়ে চার ঘন্টা পর সংস্কার কাজ শেষে সকাল সাড়ে ১০টার দিকে রেল চলাচল শুরু হয়।

পাকশী বিভাগীয় রেলওয়ে ম্যানেজার অসীম কুমার তালুকদার জানান, অতিবৃষ্টির কারণে ঈশ্বরদী ঢাকা রেলপথের চাটমোহরের চাদামারা নামক স্থানে রেললাইনের নিচ থেকে মাটি সরে যায়। এতে রেললাইন দেবে যায়। রোববার সকাল সাতটার রাজশাহী এক্সপ্রেস ট্রেন ঢাকায় যাওয়ার সময় এক দিনমজুর বিষয়টি জানতে পেরে লাল চাদর উড়িয়ে চালককে সতর্ক করেন। এ সময় ট্রেন থামার পর মাটি রেললাইন দেবে যাওয়ার ঘটনা জানতে পারেন ট্রেন চালক। পরে উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান তারা।

খবর পেয়ে বিভাগীয় রেল কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করে সকাল সাড়ে আটটার দিকে সংস্কার কাজ শুরু করেন। এ সময় লাইন ঝুকিপূর্ণ হওয়ায় ঢাকার সাথে উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চলের রেল যোগাযোগ সাময়িক বন্ধ রাখা হয়। এ সময় চাটমোহর স্টেশনে আটকা পড়ে রংপুর এক্সপ্রেস ও রাজশাহী এক্সপ্রেস নামের দু’টি ট্রেন। প্রায় সাড়ে চার ঘন্টা সংস্কার কাজ শেষে সকাল সাড়ে ১০টার দিকে ট্রেন চলাচল শুরু হলে রেল যোগাযোগ স্বাভাবিক হয়।


(এসএইচএম/এসপি/অক্টোবর ২২, ২০১৭)