দীপক চক্রবর্তী, মাগুরা : মাগুরার শালিখা উপজেলায় শতপাড়া নামক স্থানে শনিবার ভেঙ্গে যায় শেরশাহের আমলের ঐতিহ্যবাহী গ্র্যান্ড ট্রাঙ্ক রোডের ওপর নির্মিত এ ব্রীজটি। ফলে ২০ গ্রামের মানুষের যোগাযোগ বিছিন্ন হয়ে পড়েছে। 

ভারতবর্ষের সম্রাট ও শূর রাজবংশের প্রতিষ্ঠাতা শের শাহ ছিলেন বিহারের অর্ন্তগত সাসা রামের জায়গিরদার হাসান খান শূরের পুত্র। তিনি ষোল শতকে কোলকাতা থেকে সোনার গাঁও পর্যন্তু ২৫শ কি:মি; এর এ সড়ক র্নিমান করেন। মাগুরার মধ্যে এর অবস্থান প্রায় ৩০কি:মি:। প্রায় একই সময়ে ভেঙ্গে যাওয়া ব্রীজটিও নির্মিত হয়। ব্রীজটি প্রায় ৪শত বছরের পুরানো। এর ফলে হারিয়ে গেলো শালিখার অর্ন্তগত শেরশাহ সড়কের শেষ নিদর্শন টুকু।

এলাকাবাসী জানায় প্রায় ৪শ বস্তা সিমেন্ট সহ একটি ট্রাক ব্রীজটির ওপর উঠলেই ব্রীজটি ভেঙ্গে নিচে পড়ে যায়। ব্রীজটি ছিলো খুবই ঝুঁকি পূর্ন, এছাড়াও অতিরিক্ত ওজনবাহী ট্রাক ওঠায় এ দুর্ঘটনা ঘটে। তারা আরও জানান এটি ”হারান মন্ডল” এর ব্রীজ নামে পরিচিত ছিলো। দীর্ঘদিন যাবৎ ব্রীজটি ঝুঁকি পূর্ন অবস্থায় থাকলেও মেরামতের কোন উদ্যোগ দেখা যায়নি। সচেতন মহল কয়েকবার ব্রীজটি ঝুঁকিপূর্ন আখ্যায়িত করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দিলেও হয়তো সেটি যথাযথ কর্তৃপক্ষের নজরে আসেনি। এখন তারা জনদূর্ভোগ লাঘোবের জন্য দ্রুত এখানে একটি নতুন ব্রীজের দাবি জানান।

উপজেলা প্রকৌশলী আহম্মদ মাহবুবুর রহমান জানান- আমরা ব্রীজ ভাঙ্গার সংবাদ পেয়ে সাথে সাথেই ঘটনাস্থল পরির্দশন করেছি। আশাকরি খুব শীঘ্রই অনুমোদন পাবো।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমী মজুমদার জানান পুরাতন এ ব্রীজটি মেরামতের জন্য বেশ কিছুদিন আগেই প্রস্তাব পাঠানো হয়েছে। বর্তমানে অনুমোদনের জন্য এটি প্রক্রিয়াধীন রয়েছে।

(ডিসিপি/এসপি/অক্টোবর ২২, ২০১৭)