ঢাবি প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল যেন আজ প্রকাশ না করা হয় সে দাবিতে উপাচার্য মো. আখতারুজ্জামানের কার্যালয় ঘেরাও করেছে বামপন্থি ছাত্রসংগঠনগুলোর নেতাকর্মীরা।

বিষয়টি নিয়ে রবিবার সকাল থেকেই তারা বিক্ষোভ করে আসছিলেন। এরপর দুপুড় দেড়টার দিকে উপাচার্য ভবনের মূল ফটক ভেঙে তার কার্যালয়ের সামনে অবস্থান নেন বিক্ষোভকারীরা।

বিক্ষোভকারীদের অভিযোগ, গত শুক্রবার অনুষ্ঠিত হওয়া ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ফাঁস হওয়া প্রশ্নে অনুষ্ঠিত হয়েছে।

দুপুর পৌনে ২টার দিকে এ প্রতিবেদন লেখার সময় ঢাবি ছাত্রলীগের সভাপতি আবিদ আল হাসানের নেতৃত্বে ছাত্রলীগের নেতাকর্মীরা উপাচার্যের সঙ্গে দেখা করতে গেছেন।

এদিকে উপাচার্যের কার্যালয় ঘেরাওয়ের খবর আসার আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ দফতরের ভারপ্রাপ্ত পরিচালক ড. নূর-ই ইসলাম নিশ্চিত করেছিলেন আজই ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হবে।

গত ২০ অক্টোবর (শুক্রবার) ঢাবির ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ভর্তি পরীক্ষায় প্রশ্ন ফাঁসের অভিযোগ ওঠে।



(ওএস/এসপি/অক্টোবর ২২, ২০১৭)