সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি : ‘সাবধানে চালাবো গাড়ি, নিরাপদে ফিরবো বাড়ি’  এই স্লোগানকে সামনে রেখে নানা আয়োজনে  মুন্সীগঞ্জ সিরাজদিখান উপজেলায় গতকাল রোববার সকাল সারে ১০টায় জাতীয় নিরাপদ সড়ক দিবস যথাযথভাবে পালিত হয়।

নিরাপদ সড়ক চাই (নিসচা) সিরাজদিখান উপজেলা শাখার আয়োজনে বেলা ১১টায় একটি র‌্যালি সিরাজদিখান বাজার থানার মোড় থেকে বের হয়ে উপজেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে থানার মোড়ে নিসচা শাখা কার্যালয় সম্মুখে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে নিসচা-সিরাজদিখান শাখার সদস্য সচিব মোঃ রাসেলে শেখের সঞ্চালনায় ও আহ্বায়ক মোঃ সুখন চৌধুরীরর সভাপতিত্বে বক্তব্য রাখেন, সিরাজদিখান থানার ওসি (প্রশাসন) মোঃ আবুল কালাম, সিরাজদিখান থানার ওসি (তদন্ত) মোঃ হেলাল উদ্দিন, সিরাজদিখান থানার ওসি (অপারেশন) গাজী সালাউদ্দিন, সিরাজদিখান প্রেসক্লাব সাদারন সম্পাদক সুব্রত দাস রনক,সিরাজদিখান উপজেলা নিসাচা যুগ্ন আহব্বায়ক মোঃ শামীম শিকদার, সিরাজদিখান উপজেলা নিসাচা আহব্বায়ক সদস্য এস এম সাহআলম, সিরাজদিখান উপজেলা নিসাচা আহব্বায়ক সদস্য মোঃ আমির হোসেন ঢালী, সিরাজদিখান উপজেলা নিসাচা আহব্বায়ক সদস্য মোঃ ইয়াছিন, সিরাজদিখান উপজেলা নিসাচা আহব্বায়ক সদস্য মোঃ সোহেল ফেরদৌস বাচ্চু, সিরাজদিখান উপজেলা নিসাচা আহব্বায়ক সদস্য রাফিউল খন্দকার বাপ্পী প্রমুখ।

অনুষ্ঠিত র‌্যালি ও সমাবেশে প্রশাসন, সাংবাদিক, রাজনৈতিক, সামাজিক ও স্থানীয় নিসচার কর্মীরা অংশ নেন।

(এসডিআর/এসপি/অক্টোবর ২২, ২০১৭)