সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জে গত শুত্রবার ভোর থেকে টানা ২দিনের বৃষ্টি ও দমকা হাওয়ায় ফসলাদির ব্যাপক ক্ষতি হয়েছে। জেলার বিভিন্ন স্থানের অধিকাংশ জমির  ধান এখন পানির তলে।  গুড়ি গুড়ি বৃষ্টিতে জমির মধ্যে এক কুনুই পানি  ও দমকা হাওয়ায় ফুলে বের হওয়া ধান জমির মধ্যে লুটিয়ে পড়ায় এখন শঙ্কায় রয়েছে কৃষকেরা।

কৃষকেরা জানান, এই ধান চাষে তাদের বিঘা প্রতি ১০-১২ হাজার টাকা খরচ হয়েছে। অনেকে আবার সমিতি বা ব্যাংক থেকে লোন নিয়ে এ ধানের চাষ করেছেন। এত কষ্টে ফলানো ধান কেবল মাত্র ফুলে বের হয়েছে আর এখনই সে ধান চোখের সামনে নষ্ট হয়ে যাওয়ায় তারা আগামীতে কি দিয়ে কি করবেন, কি খাবেন এ চিন্তায় রয়েছে তারা। এমন অবস্থায় সরকারী সাহায্যের আবেদন জানান কৃষকরা।

কৃষি কর্মকর্তা মো.সাইফুল ইসলাম জানিয়েছেন, ভারী বৃষ্টির কারণে ফসলী জমি তলিয়ে গেছে। এর ফলে ধানসহ বিভিন্ন ফসল চাষে কৃষক ব্যাপক ক্ষতিগ্রস্থ হবে।

তিনি আরো জানান, মাঠ পর্যায়ে গিয়ে পরিদর্শনের পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


(এমএসএম/এসপি/অক্টোবর ২২, ২০১৭)