স্টাফ রিপোর্টার : স্টেশন মাস্টার ও পয়েন্টসম্যানের অভাবে বিভিন্ন স্টেশনের স্বাভাবিক কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে বলে সংসদে জানিয়েছেন রেলপথমন্ত্রী মুজিবুল হক।

অনেকদিন ধরেই রেলওয়েতে নিয়োগ বন্ধ থাকায় বর্তমানে ৬৫৯টি স্টেশন মাস্টারের পদ শূন্য রয়েছে। তবে কোনো স্টেশন বন্ধ করা হয়নি।

মঙ্গলবার দশম জাতীয় সংসদের বাজেট অধিবেশনে নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজীর তারকা চিহ্নিত প্রশ্ন ১৫৩০-এর জবাবে মন্ত্রী এ কথা বলেন।

রেলপথমন্ত্রী বলেন, স্টেশন মাস্টার এবং বুকিং সহকারী স্বল্পতার কারণে প্রতিদিন ১৫৭টি স্টেশনের স্বাভাবিক কার্যক্রম কোনোটির আংশিক আবার কোনোটির সম্পূর্ণ স্থগিত রাখা হয়েছে। এসব স্টেশনের স্বাভবিক কার্যক্রম চালু রাখার জন্য বিভিন্ন শূন্য পদে নিয়োগের প্রক্রিয়া চলমান রয়েছে।

তিনি বলেন, রেল এখন পর্যন্ত লাভজনক পর্যায়ে উপনীত হতে পারেনি। তবে স্বল্প আয়ের লোকদের কম ভাড়ায় রেলওয়ের মাধ্যমে সরকার পরিবহন করে থাকে। তাই, রেলপথ লাভ-লোকসানের বিষয়টি বিবেচ্য নয়।

(ওএস/এটিআর/জুলাই ০১, ২০১৪)