চাটমোহর (পাবনা) প্রতিনিধি : পাবনার চাটমোহর উপজেলার বিভিন্ন বিল ও গুমানী নদীর বিভিন্ন স্থানে মাছ ধরার জন্য অবৈধভাবে স্থাপিত বাঁশের বেড়া ও সোঁতি জাল অপসারণ করেছে ভ্রাম্যমান আদালত। একই সাথে ধ্বংস করা হয় নিষিদ্ধ কারেন্ট ও বাদাই জাল।

সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত ভ্রাম্যমান আদালত উপজেলার হান্ডিয়াল ও নিমাইচড়া ইউনিয়নের বিভিন্ন বিল ও গুমানী নদীতে অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইকতেখারুল ইসলাম। এ সময় র‌্যাব-১২ পাবনা ক্যাম্পের সদস্যরা,চাটমোহর থানা পুলিশ ও উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করেন।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান দৈনিক ইত্তেফাককে জানান, উপজেলার হান্ডিয়াল ও নিমাইচড়া ইউনিয়নের কাটাজোলা,বিল ও গুমানী নদীর বওশা ঘাট, ধর্মগাছা, ছাওয়ালদহসহ বিভিন্ন স্থানে স্থাপিত ৯টি অবৈধ সোঁতি জাল ও বাঁশের বেড়াসহ সকল স্থাপনা অপসারণ করা হয়েছে। জাল কেটে ভাসিয়ে দেওয়া হয়েছে। এছাড়া কারেন্ট ও বাদাই জাল ধ্বংস করা হয়ছে।

তিনি জানান, অবৈধভাবে স্থাপিত বাঁশের বেড়া ও সোঁতি জালের কারণে বিলের পানি নামতে বাধাগ্রস্থ হচ্ছিল। রবিশস্য আবাদ ব্যাহত হবার আশংকা করছিলো কৃষক। তাছাড়া মাছ নিধনে মেতে উঠেছিলো প্রভাবশালীরা। ফলে অভিযান চালানো হয়। মৎস্য কর্মকর্তা আরো জানান,এই অভিযান অব্যাহত থাকবে। সকল সোঁতি বাঁধ অপসারণ করা হবে।

(এসএইচএম/এসপি/অক্টোবর ২৩, ২০১৭)