চাটমোহর (পাবনা) প্রতিনিধি : প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনা মোতাবেক উদ্বুদ্ধকরণের মাধ্যমে তালগাছ রোপন কর্মসূচির আওতায় সোমবার পাবনার চাটমোহর উপজেলায় তাল বীজ রোপন কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।

সকালে উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচীর উদ্বোধন করেন কৃষি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ মকবুল হোসেন এমপি।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার অসীম কুমার, এএসপি চাটমোহর সার্কেল তাপস কুমার পাল, পৌর মেয়র মির্জা রেজাউল করিম দুলাল, কৃষি কর্মকর্তা হাসান রশিদ হুসাইনীসহ অন্যরা উপস্থিত ছিলেন। একই দিন চাটমোহর উপজেলার ১১টি ইউনিয়নে তাল বীজ রোপন কর্মসূচি পালন করা হয়। উপজেলা কৃষি কর্মকর্তা হাসান রশিদ হুসাইনী জানান, উপজেলায় কৃষি অফিসের অধীনে সকল ব্লকে ৫ হাজার তাল বীজ রোপন করা হবে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম জানান, উপজেলার ১১টি ইউনিয়নের প্রত্যেকটি ৩০৫টি করে তাল বীজ রোপন করা হচ্ছে। এছাড়া স্কুল-কলেজেও তাল বীজ রোপন করা হয়।



(এসএইচএম/এসপি/অক্টোবর ২৩, ২০১৭)