কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজার সদর উপজেলার ঝিংলজা ইউনিয়নের নিমার্ণাধিন মেডিকেল কলেজ এলাকায় মো. মোজাম্মেল (৪০) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এসময় আহত হয়েছে তার স্ত্রী মুবিনা আকতার (৩৫)।

জমি সংক্রান্ত বিরোধের জের ধরে শনিবার সকাল ৯ টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত মোজাম্মেল মহেশখালী উপজেলার মাতারবাড়ি উপজেলার মোহাবেত এর পুত্র। তিনি নিমার্ণাধিন মেডিকেল কলেজ এলাকায় কক্সবাজার জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল কর্মকর্তা এবং কক্সবাজার জেলা কারাগারের চিকিৎসক ডা. আবদুস সালামের মালিকাধিন একটি জমির কেয়ার টেকার ছিলেন।
কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধিন নিহতের স্ত্রী মুবিনা আকতার জানিয়েছেন, সকাল ৮ টার দিকে একদল সন্ত্রাসী তারা বসবাস করা বাড়িতে হামলা চালায়। এসময় তাকে এবং তার স্বামীকে এলোপাতারি কুপিয়ে আহত করে। ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে র‌্যাব সদস্যরা কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় দুপুর ১২ টার দিকে তার স্বামীর মৃত্যু হয়।
কক্সবাজার সদর থানার ওসি জসীম উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ঘটনায় একজন আটক করা হয়েছে। জড়িতদের অন্যান্যদের আটকের চেস্টা চলছে।
প্রসঙ্গত, এর আগে গত ১৭ মার্চ একই জমি সংক্রান্ত বিরোধের জের ধরে কক্সবাজার শহরের ছুরিকাঘাতে ডা. আবদুস সালামও আহত হন। তিনি এখনো চিকিৎসাধিন রয়েছেন।
(টিটি/এএস/এপ্রিল ১২, ২০১৪)