সাতক্ষীরা প্রতিনিধি : বিশিষ্ট সাংবাদিক সাপ্তাহিক পুর্ণাশা সম্পাদক জনাব আবু সালেক ও অধ্যাপক আবু সাদেকের পৈত্রিক সম্পত্তির কিছু অংশ দখল করে সাতক্ষীরা আহছানিয়া মিশন মাল্টি কমপ্লেক্স ভবন নির্মাণের কার্যক্রম শুরু করায় গভীর উদ্বেগ জানিয়েছেন সাতক্ষীরার সুশীল সমাজের নেতৃবৃন্দ।

এক বিবৃতিতে তারা বলেন, গত ৭ মার্চ কেন্দ্রীয় আহছানিয়া মিশনের সাতক্ষীরা জেলা শাখার সভাপতি জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দীন নিজে দাঁড়িয়ে থেকে একতরফাভাবে ওই সম্পত্তি দখলে নিয়ে গত ৮মার্চ রাতভর গর্ত খুঁড়ে ইটের প্রাচীর নির্মাণ কাজ শুরু করেন।

গত ৯ এপ্রিল পৌরসভার মেয়র এবং গত ১৯ এপ্রিল বিষয়টি নিয়ে আহছানিয়া মিশনের সভাপতির কাছে অভিযোগ করেও প্রতিকার না পাওয়ায় গত ১০ সেপ্টেম্বর তিনি সদর সহকারি জজ আদালতে মামলা দায়ের করেন। সাতক্ষীরা সদর সহকারী জজ বিাদীদের কারণ দর্শানোর নোটিশ দিলেও ওই জমিতে থাকা একটি বড় নারকেল গাছ, একটি কাঁঠাল গাছ ও একটি সেগুনগাছ গত ২৭ সেপ্টেম্বর কেটে নেয় মিশন কর্তৃপক্ষ।

একইসাথে আহছানিয়া মিশনের ভিতর দিয়ে জনাব আবু সালেক পরিবারের ৬২ বছরের অধিককাল ধরে ব্যবহার্য পথ বন্ধ করে আহছানিয়া মিশন মাল্টি কমপ্লেক্স ভবন নির্মাণ কাজ শুরু করা হয়েছে। শুধু তাই নয় আহছানিয়া মিশনের ব্যবস্থাপনা কমিটির কতিপয় সদস্যবৃন্দ ইতোমধ্যে সম্পাদক আবু সালেক পরিবারের জমি হতে বের হওয়ার সকল পথ বন্ধ করবেন বলে হুমকি দিচ্ছেন।

খান বাহাদুর আহসান উল্লাহ অবিভক্ত বাংলার শিক্ষা বিস্তারসহ সমাজ সংস্কারে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। সেই মহান ব্যক্তির প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানকে নিয়ে এ ধরনের দখলবাজী কার্যকলাপে সাতক্ষীরাবাসী উদ্বিগ্ন।

বিবৃতিতে স্বাক্ষর করেছেন সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির আহবায়ক মোঃ আনিসুর রহিম, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি অ্যাড. আবুল কালাম আজাদ, সাতক্ষীরা জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের ডেপুটি কমান্ডার মো. আবু বক্কর সিদ্দিকী, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান আশু, সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. শাহ আলম, সাধারণ সম্পাদক এড. ওসমান গণি, বিশিষ্ট শিক্ষানুরাগী অধ্যক্ষ আব্দুল হামিদ, জেলা বাসদের সমন্বয়ক অ্যাড.আজাদ হোসেন বেলাল, বিশিষ্ট সাংবাদিক কল্যাণ ব্যানার্জী, সিপিবি’র সাধারণ সম্পাদক আবুল হোসেন, জেএসডি’র সাতক্ষীরা জেলা সাধারণ সম্পাদক সুধাংশু শেখর সরকার, সদর উপজেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদক এড. ফাহিমুল কিসলু, গণফোরাম সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক আলীনুর খান বাবুল, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক স্বপন কুমার শীল, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সাতক্ষীরা সদর শাখার সাধারণ সম্পাদক অধ্যক্ষ শিবপদ গাইন, জেলা জাসদ (আম্বিয়া) সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজেম আলী, বাকশিসের কেন্দ্রীয় কমিটির সদস্য ময়নুল হাসান, সাতক্ষীরা চারুকলা এসোসিয়েশনের সভাপতি এম এ জলিল, সাতক্ষীরা জুয়েলারী ব্যবসায়ী সমিতির সভাপতি গৌর চন্দ্র দত্ত, জেলা ন্যাপের সাধারণ সম্পাদক কাজী সাইদুর রহমানসহ ৩৮জন।

(আরকে/এসপি/অক্টোবর ২৪, ২০১৭)