মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারীর প্রতিবাদে পৃথক পৃথক বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল মৌলভীবাজার জেলা শাখা।

মঙ্গলবার দুপুরের দিকে কেন্দ্রীয় ছাত্রদলের কর্মসূচীর অংশ হিসাবে জেলা ছাত্রদলের আয়োজনে শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি শহরের টিসি মার্কেট এর সামনে থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সাইফুর রহমান সড়কের ওয়েষ্টার্ণ প্লাজার সম্মুখে গিয়ে শেষ হয়।

মিছিল পরবর্তী সমাবেশে থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মামুনুর রশিদ মামুন এর পরিচালনায় বক্তব্য রাখেন, জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক এ এম নিশাত, জেলা জিয়া মঞ্জের আহবায়ক মোনাহিম কবির, জেলা ছাত্রদলের সিনিয়র ছাত্রনেতা সৈয়দ নেপুর আলী, সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আফিয়ান আহমদ শিপু, জাকির হোসেন সাফিন, রাজন আহমদ, জেলা স্বেচ্ছাসেবক দলের প্রস্তাবিত কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান, মৌলভীবাজার সরকারী কলেজ ছাত্রদলের আহবায়ক মোঃ রুবেল মিয়া, মৌলভীবাজার সরকারী কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক রাজু আহমদ প্রমুখ।

অপরদিকে একই সময়ে মৌলভীবাজার সরকারি কলেজ ক্যাম্পাস থেকে আরেকটি বিক্ষোভ মিছিল বের করেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ এম নাসের রহমানের নেতৃত্তাধিন ছাত্রদলের আরেকটি অংশ। জেলা ছাত্রদল নেতা আকিদুর রহমান সোহান এর সভাপতিত্বে ছাত্রনেতা ইমামুল হক রিপনের পরিচালনায় মিছিল পরবর্তি সমাবেশে বক্তব্য রাখেন জেলা ছাত্রদল নেতা ও সরকারি কলেজের সাবেক সভাপতি আব্দুল হাই পিপলু।

(একে/এসপি/অক্টোবর ২৪, ২০১৭)