নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় দুই অটোরিকশার সংঘর্ষে দুই যাত্রী নিহত হয়েছে। এ সময় গুরুতর আহত হয়েছে আরো দুই যাত্রী।

গতকাল মঙ্গলবার রাত সাড়ে এগারোটার দিকে সুবর্ণচর-সোনাপুর সড়কের উত্তরে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-সুবর্ণচরের চরবাটা ইউনিয়নের ভাংচুর গ্রামের আবদুল হাকিমের ছেলে আবুল কালাম(৪৫) ও লক্ষীপুরের রামগতি উপজেলার চরসিতা গ্রামের মো. ইসমাইলের ছেলে জসিম উদ্দিন(২৫)। আহতদের মধ্যে একজন চরজব্বার গ্রামের আবদুল মোতালেবের ছেলে জাহাঙ্গীর, অপর জনের পরিচয় পাওয়া যায়নি।

আহতদের মধ্যে চরজব্বার গ্রামের আবদুল মোতালেবের ছেলে জাহাঙ্গীরকে আশংকাজনক অবস্থায় নোয়াখালী সদর হাসপাতালে ভর্তি করালেও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপরজনকে সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

নোয়াখালী সদর হাসপাতালের চিকিৎসক ফরিদ উদ্দিন জানান,আশংকাজনক অবস্থায় রাতে ৩জনকে ভর্তি করালেও দুই জন চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

পরে আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

চর জব্বার থানার ওসি নিজাম উদ্দিন দুই অটোরিকশার সংঘর্ষে দুই যাত্রী নিহতের বিষয়টি নিশ্চিত করেন।


(আইইউএস/এসপি/অক্টোবর ২৫, ২০১৭)