কাজী জুবেরী মোস্তাক


বাঁচার মতো বাঁচতে শেখো
মরবে একদিন এটাই সত্য
তবে কেনো মাথা নত নিত্য
বুক ফুলিয়ে বলো সব সত্য ৷
করোনা'কো কোনই আপস
অন্যায়ে দেখাও সেই সাহস
যা দেখাও নিজ ঘরে রোজ
পরিবারের নিতে সব খোঁজ ৷
শিক্ষা দিতে হয় সত্য বলতে
কিন্তু মিথ্যাকে হয়নি শেখাতে
তবে কেনো সত্য হয় শেখাতে
সদা সত্য বলো নয়কো মিথ্যে ৷
মিথ্যেতো বুক ফুলিয়েই বলো
সত্য বলতে তবে কাঁপ কেনো
মরবে'তো একদিন এটা সত্য
তবে মৃত্যুর ভয় করো কেনো ৷
সদা সত্য কথা বলতে শেখো
দেখবে মিথ্যে হবেই পরাজিত
মিথ্যের কাছে ঝুঁকিওনা শির
দেখো সবাই বলবে তুমি বীর ৷

(ওএস/অ/অক্টোবর ২৭, ২০১৭)