চাটমোহর (পাবনা) প্রতিনিধি : ‘পুলিশই জনতা, জনতাই পুলিশ’ এই প্রতিপাদ্যে পাবনার চাটমোহর থানা চত্বরে কমিউনিটি পুলিশিং দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার সকালে থানা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে থানা চত্বরে এসে শেষ হয়। পরে অনুষ্ঠেয় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার সরকার অসীম সরকার। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সিনিয়র এএসপি (চাটমোহর সার্কেল) তাপস কুমার পাল।

পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শরিফুল ইসলামের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে বক্তব্য দেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাড সাখাওয়াত হোসেন সাখো, সাধারণ সম্পাদক আবদুল মালেক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব এলাহী বিশু, ভাষা সৈনিক অ্যাড. গৌর চন্দ্র সরকার, পাবনা জেলা পরিষদের সদস্য হেলাল উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া থাতুন, প্যানেল মেয়র নাজিম উদ্দিন মিয়া, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া আজাদ, প্রেসক্লাবের সভাপতি রকিবুর রহমান টুকুন, ব্যবসায়ী সমিতির সভাপতি কেএম বেলাল হোসেন স্বপন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন এসআই সইবুর রহমান। এ সময় জনপ্রতিনিধি, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য সহ এলাকার সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

(এসএইচএম/অ/অক্টোবর ২৮, ২০১৭)