ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহারের মাধ্যমে দানা জাতীয় উচ্চ ফলনশীল ফসল উদ্ভাবন ও কৃষিপণ্যের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মঙ্গলবার বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইন্সষ্টিটিউট (বিনা) এর ঈশ্বরদী উপকেন্দ্রে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

ঈশ্বরদী উপকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. রোকনুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালার উদ্বোধন করেন উপজেলা কৃষি অফিসার রওশন জামাল।

এসময় বিশেষ অতিথি ছিলেন, বিনা’র উর্দ্ধতন বৈজ্ঞানিক কমৃকর্তা ড. রেজা মোহাম্মদ ইমন, বৈজ্ঞানিক কর্মকর্তা এমদাদুল হক ও প্রেসক্লাবের সভাপতি স্বপন কুমার কুন্ডু। পুষ্টি নিরাপত্তার লক্ষ্যে কৃষি তাত্ত্বিক ব্যবস্থাপনার মাধ্যমে ডাল, তেলবীজ এবং দানাজাতীয় ফসলের জাত উদ্ভাবন কর্মসূচির অর্থায়নে এই কর্মশালার আয়োজন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে বিনা উদ্ভাবিত প্রযুক্তি সমূহের পরিচিত, সরিষা ও মসুরের জাত সমূহের বৈশিষ্ঠ্য, চাষাবাদ পদ্ধতি, বীজ প্রক্রিয়াজাতকরণ এবং নতুন শস্য বিন্যাস উদ্ভাবন বিষয়ে প্রশিক্ষণ দেয়া হবে বলে অবহিত করা হয়।

(এসকেকে/এসপি/অক্টোবর ৩১, ২০১৭)