কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি : প্রায় ৩ একর জমিতে পুকুর খনন করে বিভিন্ন প্রজাতির মাছ চাষ করে স্বাবলম্বী হচ্ছেন আলী উছমান নামে এক যুবক।  তার বাড়ী সান্দিকোনা ইউনিয়নের চেংজানা গ্রামে (পুরাতন মসজিদ সংলগ্ন)।

তার বাবা কৃষক জানফর আলী ভূঞা। তিন বছর আগে মাছ চাষ শুরু করে আলী উছমান। শিং,পাবদা, গোলশা ও কার্প জাতীয় মাছ চাষ করে অনেক লাভবান হয়েছে।

আলী উছমান জানান, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক ও আশা সমিতি তার এ চাষাবাদের কাজে ঋণ দিয়ে আর্থিকভাবে সহযোগীতা করেছে।

তিনি তার প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেকার যুব সমাজকে কর্মমুখী করে গড়ে তোলার জন্য নানাভাবে সহযোগীতা করছেন। আমিও মাছ চাষের পাশাপাশি কর্মসংস্থান ব্যাংক অথবা অন্য যে কোন ব্যাংকের মাধ্যমে ঋণ পেলে দুগ্ধবতী গাভী পালন করতে আগ্রহী। আলী উছমানের মতে বর্তমান বাজারে দুধের যে পরিমাণ চাহিদা রয়েছে, এতে গাভী পালন করে দুধ বিক্রি করে অনেক মুনাফা অর্জন করা সম্ভব।


(এসবি/এসপি/অক্টোবর ৩১, ২০১৭)