স্টাফ রিপোর্টার : জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি ৩ হাজার ৪৫৫ কোটি টাকা ব্যয়ে পাঁচটি প্রকল্প অনুমোদন দিয়েছে।

মঙ্গলবার সকালে শেরেবাংলা নগরে এনইসি’র সম্মেলন কক্ষে একনেক সভায় এই অনুমোদন দেওয়া হয়। বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্ব করেন।

বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের জানান, একনেকে মোট ৩ হাজার ৪৫৫ কোটি টাকার পাঁচটি প্রকল্প অনুমোদন করা হয়েছে। প্রকল্পগুলি বাস্তবায়নে সরকারি তহবিল থেকে ৯৪৬ কোটি টাকা এবং প্রকল্প সাহায্য থেকে ২ হাজার ৪৯৯ কোটি টাকা ব্যয় সংস্থান করা হবে।

মন্ত্রী আরো জানান, গত ২০১৩-১৪ অর্থবছরে একনেকে ২১২টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। এতে মোট ব্যয় ধরা হয় ১ লাখ ২২ হাজার ৪১ কোটি টাকা।

(ওএস/এটিআর/জুন ০১, ২০১৪)