স্টাফ রিপোর্টার : শেয়ারহোল্ডারদের জন্য ২০১৭ সালের ৩০ জুন সমাপ্ত বছরে ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে রিজেন্ট টেক্সটাইল। অর্থাৎ কোম্পানিটি প্রতিটি শেয়ারের বিপরীতে শেয়ারহোল্ডারদের এক টাকা করে লভ্যাংশ দেবে।

মঙ্গলবার অনুষ্ঠিত রিজেন্ট টেক্সটাইলের পরিচালনা পর্ষদ সভায় এ সিদ্ধান্ত হয়। পর্ষদের সিদ্ধান্ত শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ করা হয়েছে ২১ ডিসেম্বর।

আর লভ্যাংশ প্রাপ্ত যোগ্য বিনিয়োগকারী নির্ধারণে রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৩ নভেম্বর। অর্থাৎ ২৩ নভেম্বর যে সব বিনিয়োগকারীর কাছে রিজেন্ট টেক্সটাইলের শেয়ার থাকবে তারাই লভ্যাংশ পাবেন।

(ওএস/এসপি/অক্টোবর ৩১, ২০১৭)