নোয়াখালী প্রতিনিধি : কক্সবাজার সফর শেষে ঢাকায় ফেরার পথে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার গাড়ী বহরে মঙ্গলবার বিকালে ফের হামলার চেষ্টা করেছে দূর্বৃত্তরা। হামলাকারিরা দুটি বাসে আগুন ধরিয়ে দেয়। এসময় নেতাকর্মীদের প্রতিরোধের মুখে হামলাকারিরা পালিয়ে যায়।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বেগম খালেদা জিয়ার গাড়ি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মহিপাল অতিক্রম করার পরপরই বহরের গাড়ি লক্ষ্য করে কয়েকটি ককটেল নিক্ষেপ করে। এসময় দুটি বাসে আগুন ধরে যায়।

তবে এতে কোন হতাহতের খবর পাওয়া যায়নি। বেগম খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে আসা অপেক্ষমান বিএনপি-যুবদল ও ছাত্রদল নেতাকর্মীরা লাঠি-সোটা ও ইট-পাটকেল নিয়ে এগিয়ে এলে হামলাকারিরা পালিয়ে যায়।

যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু জানান, বেগম খালেদা জিয়ার গাড়িকে লক্ষ্য করেই হামলার চেষ্টা করে।

হামলাকারিদের নিক্ষেপ করা ককটেল দুটি বাসে পড়লে আগুন ধরে যায়। এর আগে শনিবার কক্সবাজার যাওয়ার পথে ফেনীর ফতেহপুরে গাড়িবহরে হামলা চালিয়ে ১৫-১৬টি গাড়ী ভাংচুর করে ছাত্রলীগ-যুবলীগ নেতাকর্মীরা। হামলায় ১১ জন সাংবাদিক সহ বেশ কয়েকজন আহত হয়েছেন।



(আইইউএস/এসপি/অক্টোবর ৩১, ২০১৭)