মৌলভীবাজার প্রতিনিধি : বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া চট্রগ্রাম থেকে ঢাকা ফেরার পথে ফেনিতে তার গাড়ি বহরের পিছনে বোমা হামলার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে মৌলভীবাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবদল ও ছাত্রদল ।

বুধবার দুপুর ১২টার দিকে জেলা যুবদল ও জেলা ছাত্রদল এর যৌথ উদ্যেগে মৌলভীবাজার শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি শহরের চাঁদনীঘাট ব্রীজ এর সামন থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌমুহনা হয়ে শমসেরনগর রোডস্থ সাদিমহল কমিউনিটি সেন্টার এর সম্মুখে গিয়ে শেষ হয়।

বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক এম এ নিশাত এর পরিচালনায় বক্তব্য রাখেন জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক মুহিতুর রহমান হেলাল, জেলা যুবদলের সাবেক দপ্তর সম্পাদক সালাম আহমেদ জিতু, সদর উপজেলা যুবদলের আহবায়ক শেখ শামীম জাফর, পৌর যুবদলের সাধারন সম্পাদক ও কাউন্সিলর আনিছুজ্জামান বায়েছ, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক শাম্মীর হাবিব চৌধুরী রবিন, জেলা ছাত্রদল নেতা সৈয়দ নেপুর আলী, সদর উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মামুনুর রশিদ মামুন, কলেজ ছাত্রদলের আহবায়ক মোঃ রুবেল মিয়া, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক মিলাদ আহমদ। এ সময় বক্তারা বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান ।



(একে/এসপি/নভেম্বর ০১, ২০১৭)