স্টাফ রিপোর্টার : রংপুর সিটি কর্পোরেশন (রসিক) নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের সব ধরনের আগাম প্রচার সামগ্রী বৃহস্পতিবারের মধ্যে সরিয়ে নিতে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার ইসির নির্বাচন পরিচালনা শাখার যুগ্ম সচিব ফরহাদ আহম্মদ খান বিভাগীয় কমিশনার বরাবর এ সংক্রান্ত চিঠি দিয়েছেন।

২১ ডিসেম্বর রসিক নির্বাচন। এ জন্য ৫ নভেম্বর তফসিল ঘোষণা করা হবে বলে আগেই জানিয়েছেন ইসির ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমদ।

সিটি নির্বাচন আইন-বিধি অনুযায়ী, প্রতীক বরাদ্দের আগে প্রার্থীদের প্রচারের সুযোগ নেই। এ সময় নির্বাচন সংক্রান্ত দেয়াল লিখন, পোস্টার, বিলবোর্ড, ব্যানার, তোরণ ও গেইট নির্মাণসহ প্রচারণামূলক কাজও নিষিদ্ধ। প্রতীক পেয়েই তারা প্রচারে যেতে পারবেন।

দেয়াল লিখন ও পোস্টার লাগানো (নিয়ন্ত্রণ) আইন অনুযায়ী, বিধি লঙ্ঘনকারীর বিরুদ্ধে সর্বোচ্চ ৫০ হাজার টাকা ও সর্বোচ্চ ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ডের সুযোগ রয়েছে।

উল্লেখ্য, রসিকে ২০১২ সালের ২০ ডিসেম্বর ভোট হয়। এ সিটির মেয়াদ শেষ হবে ২০১৮ সালের ১৬ ফেব্রুয়ারি। যার পূর্বের ১৮০ দিনের মধ্যে নির্বাচন শেষ করতে হবে।

সূত্র জানায়, ৩৩টি ওয়ার্ড নিয়ে গঠিত এ সিটির জনসংখ্যা প্রায় ১০ লাখ। আর ভোটার রয়েছে প্রায় ৪ লাখ। এবার এ সিটিতে দ্বিতীয়বারের মতো নির্বাচন অনুষ্ঠিত হবে।

(ওএস/এসপি/নভেম্বর ০১, ২০১৭)